নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশের পর পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। দুদকের উপপরিচালক মাসুদুর রহমান এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও দেশ থেকে অর্থ পাচার করে দুবাইয়ে নাফিজ সরাফাত একটি ফ্ল্যাট ও একটি ভিলা করেছেন। বিদেশে পাচার করা এই অর্থ ফেরত আনতে সে দেশের ফ্ল্যাট ও ভিলা ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত ক্রোকের নির্দেশ দেন এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
৭ জানুয়ারি একই আদালত চৌধুরী নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের নামে রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন।
এ ছাড়া, নাফিজ সরাফাত ও আঞ্জুমান আরা শহিদের নামে থাকা জমিসহ বাড়ি ও প্লট ক্রোকের আদেশও দেওয়া হয়।