নরসিংদীর রায়পুরায় রেললাইনের ওপর দিয়ে ইয়ারফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছাদেক মানে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সোয়া ৫টায় হাটুভাঙ্গা রেলস্টেশনের আউটারে শাহপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ছাদেক রায়পুরা উপজেলার পলাশতুলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. ধনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় নিহত যুবক ছাদেক কানে ইয়ারফোন লাগিয়ে রেল লাইন ধরে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। ট্রেনের চালক বারবার হর্ন বাজালেও সে শুনতে পারেনি। উপস্থিত লোকজনও তাঁকে রেললাইন থেকে সরে যাওয়ার জন্য ডাকাডাকি করলেও কানে ইয়ার ফোন থাকায় সে সাড়া দেয়নি। ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী এসে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদির মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলে, রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনার এখন পর্যন্ত কোনো সংবাদ পাইনি।