গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। গতকাল বুধবার রাত ১২টা ২০ মিনিটের দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার রাতে তুলার গুদামে আগুন লেগে মুহূর্তে পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে তা নেভানোর কাজ শুরু করে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।