নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটে। এতে পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (২ মার্চ) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ার নন্দন পার্ক এলাকা থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি বাস ঢাকার মিরপুরে যাচ্ছিল। বাসটি আজ রোববার বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডে পৌঁছালে ৭-৮ জন লোক যাত্রীবেশে উঠে হঠাৎ ছুরি প্রদর্শন করে যাত্রীদের ভয় দেখাতে শুরু করে। এরপর তারা বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় নেমে যায়।
ডাকাতির শিকার বাসের যাত্রী মিঠুন শিকদার বলেন, ‘আমি গাজীপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পেশার কারণে আমাকে প্রতিদিনই সাভার আসতে হয়। আমি আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের বাসে উঠি। বাসটি রেডিও কলোনি পৌঁছানোর পরপরই সাত থেকে আটজন ছিনতাইকারী আমার কাছে থাকা ৭ হাজার টাকাসহ অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।’
মিঠুন শিকদার আরও বলেন, ‘ঘটনার পরপরই আমি বিষয়টি জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাই। পরে সেখানকার পরামর্শে বিষয়টি সাভার হাইওয়ে থানাকে অবহিত করি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘মিঠুন শিকদারের কাছ থেকে আমরা চলন্ত বাসে ছিনতাই হওয়ার তথ্য পেয়েছি। এ ব্যাপারে আমরা কাজ করছি।’
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটে। এতে পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (২ মার্চ) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ার নন্দন পার্ক এলাকা থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি বাস ঢাকার মিরপুরে যাচ্ছিল। বাসটি আজ রোববার বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডে পৌঁছালে ৭-৮ জন লোক যাত্রীবেশে উঠে হঠাৎ ছুরি প্রদর্শন করে যাত্রীদের ভয় দেখাতে শুরু করে। এরপর তারা বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় নেমে যায়।
ডাকাতির শিকার বাসের যাত্রী মিঠুন শিকদার বলেন, ‘আমি গাজীপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পেশার কারণে আমাকে প্রতিদিনই সাভার আসতে হয়। আমি আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের বাসে উঠি। বাসটি রেডিও কলোনি পৌঁছানোর পরপরই সাত থেকে আটজন ছিনতাইকারী আমার কাছে থাকা ৭ হাজার টাকাসহ অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।’
মিঠুন শিকদার আরও বলেন, ‘ঘটনার পরপরই আমি বিষয়টি জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাই। পরে সেখানকার পরামর্শে বিষয়টি সাভার হাইওয়ে থানাকে অবহিত করি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘মিঠুন শিকদারের কাছ থেকে আমরা চলন্ত বাসে ছিনতাই হওয়ার তথ্য পেয়েছি। এ ব্যাপারে আমরা কাজ করছি।’
সাজ্জাদের বাসা মিরপুর-১ নিউ সি ব্লক এলাকায়। সেখানে তাঁর ইন্টারনেট ব্যবসা রয়েছে। রাতে তাঁরা তিন বন্ধু মিলে চা পান করতে রাইনখোলা পানির ট্যাংকির পাশে যুবদল অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে মারামারি হচ্ছিল। এ সময় ৩-৪ জন যুবক এলোপাতাড়ি গুলি করছিল। তখন সাজ্জাদের পিঠে একটি গুলিবিদ্ধ হয়...
২ মিনিট আগেমানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পয়লা বৈশাখে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ বানিয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার।
৪ মিনিট আগেসুনামগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) ও আমির উদ্দিন (৩০) নামের দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ও ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার জেলা যুবদলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১২ মিনিট আগে