ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগে কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার কলেজ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তাঁরা।
এর আগে গতকাল শনিবার বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
বোয়ালমারী সরকারি কলেজে পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার ২১ দিন পর পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এই কমিটি ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করে ১৮ কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন নতুন কমিটির বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম সম্পাদক পদে ইসা খানম, আঁখি আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রীবিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।
তাঁদের দাবি, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিল। তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বিগত দিনে যারা ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে সুবিধা ভোগ করেছে। সেই সঙ্গে ৫ আগস্টের পরে তারা বিএনপির চেতনায় ফিরে এসে উৎকোচের মাধ্যমে কমিটির বড় বড় পদ বাগিয়ে নিচ্ছে। এ কমিটিতেও তার কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা চাই এই পকেট কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অনেকে পদ প্রত্যাশিত থাকে, হয়তোবা তারা তাদের ইচ্ছানুযায়ী পদ না পেয়ে এ অভিযোগ করছে। এরপরও যদি এই কমিটিতে কোনো অনুপ্রবেশকারী থাকে, তাহলে তাদের বিষয়ে গভীরভাবে খোঁজ নেওয়া হবে। এর সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগে কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার কলেজ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তাঁরা।
এর আগে গতকাল শনিবার বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
বোয়ালমারী সরকারি কলেজে পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার ২১ দিন পর পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এই কমিটি ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করে ১৮ কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন নতুন কমিটির বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম সম্পাদক পদে ইসা খানম, আঁখি আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রীবিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।
তাঁদের দাবি, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিল। তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বিগত দিনে যারা ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে সুবিধা ভোগ করেছে। সেই সঙ্গে ৫ আগস্টের পরে তারা বিএনপির চেতনায় ফিরে এসে উৎকোচের মাধ্যমে কমিটির বড় বড় পদ বাগিয়ে নিচ্ছে। এ কমিটিতেও তার কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা চাই এই পকেট কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অনেকে পদ প্রত্যাশিত থাকে, হয়তোবা তারা তাদের ইচ্ছানুযায়ী পদ না পেয়ে এ অভিযোগ করছে। এরপরও যদি এই কমিটিতে কোনো অনুপ্রবেশকারী থাকে, তাহলে তাদের বিষয়ে গভীরভাবে খোঁজ নেওয়া হবে। এর সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর কোতোয়ালি থানায় করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীসহ ৭৫ জন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এই আদেশ দেন।
১ সেকেন্ড আগেজুলাই-আগস্টে রাজধানীর চানখাঁরপুল এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য এক মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।
১৬ মিনিট আগেগাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার গাংনী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন হয়।
২২ মিনিট আগেআমরণ অনশনের ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবুও ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় তাঁরা। শিক্ষার্থীদের সাফ কথা, ‘এক দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা অনশন থেকে সরব না। প্রয়োজন হলে আমাদের এখানে মৃত্যু হবে।’
২৯ মিনিট আগে