হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল আবাসিক হোটেল থেকে জিতেন্দর দেবনাথ (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন বলেন, ‘দুপুরে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ফকিরাপুল আবাসিক হোটেলের ১৪ তলার ১৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় কক্ষটি খোলা অবস্থায় ছিল এবং মরদেহটি বিছানায় পড়ে ছিল।’ 

তিনি আরও বলেন, ‘দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাঁকে ডাকতে গিয়ে দেখে দরজা খোলা এবং বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হয়। দুই দিন আগে হোটেলে উঠেছিলেন ওই বৃদ্ধ। গতকাল সকালে বন্ধু খলিলুর রহমানকে ফোন দিয়ে বলেছিলেন, তাঁর খুব জ্বর এসেছে। পরে আজকে মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

এসআই আরও বলেন, জিতেন্দর দেবনাথের বাড়ি বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামে। বাড়ির লোকজনের সঙ্গে রাগারাগি করে যাযাবরের মতো ঘুরে বেড়াতেন। গ্রামে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ