Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

মতিঝিলে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল আবাসিক হোটেল থেকে জিতেন্দর দেবনাথ (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন বলেন, ‘দুপুরে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ফকিরাপুল আবাসিক হোটেলের ১৪ তলার ১৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় কক্ষটি খোলা অবস্থায় ছিল এবং মরদেহটি বিছানায় পড়ে ছিল।’ 

তিনি আরও বলেন, ‘দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাঁকে ডাকতে গিয়ে দেখে দরজা খোলা এবং বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হয়। দুই দিন আগে হোটেলে উঠেছিলেন ওই বৃদ্ধ। গতকাল সকালে বন্ধু খলিলুর রহমানকে ফোন দিয়ে বলেছিলেন, তাঁর খুব জ্বর এসেছে। পরে আজকে মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

এসআই আরও বলেন, জিতেন্দর দেবনাথের বাড়ি বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামে। বাড়ির লোকজনের সঙ্গে রাগারাগি করে যাযাবরের মতো ঘুরে বেড়াতেন। গ্রামে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

লালমাটিয়ায় তরুণীর ওপর ‘হামলা’: স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ালেন নারীরা

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ