হোম > সারা দেশ > ঢাকা

কোম্পানির দেয়ালে বন্ধ রাস্তা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ ও সাটুরিয়া প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সাটুরিয়ায় দুটি বেসরকারি কোম্পানি দেয়াল তুলে একটি পুরোনো রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার গোলড়া গ্রামের এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা সড়কটি পুনরুদ্ধারের দাবিতে আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

গোলড়ার শত শত মানুষ আজ বেলা ১১টার দিকে গ্রামের ওপর দিয়ে যাওয়া মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তারা অভিযুক্ত তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের দুটি কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। তারা প্রায় সাড়ে ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুই পাশে ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

পরে রাতের মধ্যে দাবি বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়ে বিকেলে অবরোধ তুলে নেওয়া হয়। অন্যদিকে সহযোগিতা না পাওয়ায় এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য পেয়াল ইঞ্জিনিয়ারিংয়ের তিন কর্মকর্তাকে আটক করে পুলিশ।

সড়ক অবরোধ করা গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে দুই কোম্পানির মাঝখানে থাকা রাস্তা দিয়ে চলাচল করতেন। কিন্তু ১০ বছর আগে সীমানা দেয়াল তুলে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। গত শুক্রবার স্থানীয় লোকজন ওই দেয়াল ভেঙে রাস্তা উদ্ধার করেন। কিন্তু দুই দিনের মধ্যে পুনরায় দেয়াল নির্মাণ করে দেওয়া হয়। প্রায় শত বছরের পুরোনো সড়কটি বন্ধ হওয়ায় তাঁদের চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে।

এর প্রতিবাদে এবং রাস্তা পুনরুদ্ধারের দাবিতে আজ প্রথমে মানববন্ধন এবং পরে মহাসড়ক অবরোধ করে এলাকার লোকজন। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রথমে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস, তারপর সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন ও থানার ওসি শাহীনুল ইসলাম এবং শেষে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও আব্দুল ওয়ারেস ঘটনাস্থলে যান।

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকা

তাঁরা দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সড়ক ছাড়তে আগ্রহ দেখাননি আন্দোলনকারীরা। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গিয়ে দাবির সঙ্গে সহমত পোষণ করে বক্তব্য দেন। একপর্যায়ে পুলিশ পেয়াল ইঞ্জিনিয়ারিংয়ের তিন কর্মকর্তাকে থানায় নিয়ে যায়। পরে বিকেল সাড়ে ৪টার পর অবরোধকারীরা বুধবার রাত পর্যন্ত সময় বেঁধে দিয়ে সরে যান।

আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবি বাস্তবায়িত না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও রাস্তায় নেমে কর্মসূচি পালন করবেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, তারাসিমা অ্যাপারেলস রাস্তা দিতে রাজি হয়েছে। অপর প্রতিষ্ঠান পেয়াল ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কোনো ইতিবাচক ফল না পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের তিনজনকে থানায় নেওয়া হয়েছে।

থানায় জিডি করতে ৩ প্যাকেট সিগারেট নিলেন এএসআই

ভাঙ্গায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে পুলিশে দিল স্থানীয়রা

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দোকানে আগুন, নিহত ১

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে যুবকের লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

ছুটিতে স্কুলের মাঠে শতাধিক কলাগাছ

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার