আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর
মাদারীপুরের কালকিনির ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ নামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণের অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরের ছুটির মধ্যে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এই গাছগুলো লাগানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলার খাসেরহাট ইউনিয়নের ভাটবালী গ্রামে ১ একর ৮০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয় ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ। কর্তৃপক্ষ বিদ্যালয়টির চারদিকে প্রাচীর নির্মাণ করে। পরে সেখানে ভবন ও খেলার মাঠ নির্মাণ করা হয়। ২০২২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান হয়। বর্তমানে এই বিদ্যালয়ে ২২৭ জন শিক্ষার্থী, ১১ জন শিক্ষক ও ৭ জন কর্মচারী রয়েছে।
অভিযোগ উঠেছে, ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধের সুযোগে ৪ এপ্রিল সকালে স্থানীয় মৃত আদারী আকনের ছেলে দেলোয়ার আকন লোকজন নিয়ে বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণ করেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে বাধা দিলে তাদের উল্টো হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মণ্ডল বাদী হয়ে কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দেলোয়ার আকন লোকজন নিয়ে বিদ্যালয়ের খেলার মাঠের জমি দখল করে কলাগাছ লাগিয়েছেন। বিদ্যালয়ের চারদিকে প্রাচীর রয়েছে। যখন প্রাচীর নির্মাণ করা হয়েছে, তখন তিনি কিছু বলেননি। এখন হঠাৎ করে তিনি বিদ্যালয়ের জমি তাঁদের বলে দাবি করছেন। শিক্ষার্থীরা জানায়, কলাগাছ লাগানোর জন্য তাদের খেলাধুলা করতে সমস্যা হবে। তাই দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানায় তারা।
এ বিষয়ে জানতে প্রধান অভিযুক্ত দেলোয়ার আকনের মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে তাঁর চাচাতো ভাই নাঈম ইসলাম বলেন, ‘আমাদের জায়গায় আমরা কলাগাছ লাগিয়েছি। জোর করে গাছ লাগানো হয়নি, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। বরং স্কুল কর্তৃপক্ষ আমাদের জমি দখল করে রেখেছে। আমরাও এর সমাধান চাই।’
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের মাঠে এভাবে কলাগাছ রোপণ করা ঠিক হয়নি। জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে একটি মামলা চলমান রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ঝামেলায় জড়াতে চায় না। তাই দ্রুত আইনিভাবে সমাধান হবে, এটাই প্রত্যাশা করি। তা ছাড়া আদালত থেকে যে সিদ্ধান্ত হবে, সেটা মেনে নেওয়া হবে।’
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বিদ্যালয়ের মাঠে কলাগাছ রোপণ করা নিয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। কাগজপত্র যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।
মাদারীপুরের কালকিনির ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ নামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণের অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরের ছুটির মধ্যে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এই গাছগুলো লাগানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলার খাসেরহাট ইউনিয়নের ভাটবালী গ্রামে ১ একর ৮০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয় ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ। কর্তৃপক্ষ বিদ্যালয়টির চারদিকে প্রাচীর নির্মাণ করে। পরে সেখানে ভবন ও খেলার মাঠ নির্মাণ করা হয়। ২০২২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান হয়। বর্তমানে এই বিদ্যালয়ে ২২৭ জন শিক্ষার্থী, ১১ জন শিক্ষক ও ৭ জন কর্মচারী রয়েছে।
অভিযোগ উঠেছে, ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধের সুযোগে ৪ এপ্রিল সকালে স্থানীয় মৃত আদারী আকনের ছেলে দেলোয়ার আকন লোকজন নিয়ে বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণ করেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে বাধা দিলে তাদের উল্টো হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মণ্ডল বাদী হয়ে কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দেলোয়ার আকন লোকজন নিয়ে বিদ্যালয়ের খেলার মাঠের জমি দখল করে কলাগাছ লাগিয়েছেন। বিদ্যালয়ের চারদিকে প্রাচীর রয়েছে। যখন প্রাচীর নির্মাণ করা হয়েছে, তখন তিনি কিছু বলেননি। এখন হঠাৎ করে তিনি বিদ্যালয়ের জমি তাঁদের বলে দাবি করছেন। শিক্ষার্থীরা জানায়, কলাগাছ লাগানোর জন্য তাদের খেলাধুলা করতে সমস্যা হবে। তাই দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানায় তারা।
এ বিষয়ে জানতে প্রধান অভিযুক্ত দেলোয়ার আকনের মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে তাঁর চাচাতো ভাই নাঈম ইসলাম বলেন, ‘আমাদের জায়গায় আমরা কলাগাছ লাগিয়েছি। জোর করে গাছ লাগানো হয়নি, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। বরং স্কুল কর্তৃপক্ষ আমাদের জমি দখল করে রেখেছে। আমরাও এর সমাধান চাই।’
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের মাঠে এভাবে কলাগাছ রোপণ করা ঠিক হয়নি। জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে একটি মামলা চলমান রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ঝামেলায় জড়াতে চায় না। তাই দ্রুত আইনিভাবে সমাধান হবে, এটাই প্রত্যাশা করি। তা ছাড়া আদালত থেকে যে সিদ্ধান্ত হবে, সেটা মেনে নেওয়া হবে।’
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বিদ্যালয়ের মাঠে কলাগাছ রোপণ করা নিয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। কাগজপত্র যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
৪ মিনিট আগেলক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরহাট এলাকায় বিদ্যুতায়িত হয়ে কাউছার আহমেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
১২ মিনিট আগেএবারের পয়লা বৈশাখে শোভাযাত্রার আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’–এর মোটিফ বানিয়েছিল। তবে গতকাল শনিবার ভোরের দিকে সেটি আগুনে পুড়ে যায়।
২২ মিনিট আগে