সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুবকে গ্রেপ্তার করে।
সাটুরিয়া থানায় ওসি মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, ইয়াকুব পারভেজের হরগজ বাজারে একটি স্টুডিও, ফটোকপি ও কম্পিউটারের দোকান রয়েছে। ওই ছাত্রী ফটো তোলার জন্য দোকানে যায়। এরপর ইয়াকুব তাকে নানা প্রলোভন দেখান। এতে কাজ না হওয়ায় নেশাজাতীয় তরল পান করিয়ে ছাত্রীকে বিবস্ত্র করেন। পরে তা মোবাইলে ধারণ ও ধর্ষণ করেন। এর পর থেকে ওই তরুণীকে ব্লাকমেল করে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না বলার জন্য ওই তরুণীকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন। কাউকে বললে মোবাইলে ধারণ করা নগ্ন ছবি গণমাধ্যম ও ফেসবুকে ছেড়ে দেওয়ারও হুমকি দিতেন ইয়াকুব পারভেজ।
গত ২৪ ফেব্রুয়ারি ধর্ষক ওই তরুণীকে তাঁর দোকানে ডেকে নিয়ে যান। এ সময় ওই ছাত্রীর ভাগনিকে সঙ্গে নিয়ে গেলে তাকে দোকানে বসিয়ে রেখে স্টুডিওর ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা তরুণীর ভাগনি দেখে ফেললে তাকেও প্রাণনাশের হুমকি দেন ইয়াকুব পারভেজ।
ওই তরুণী জানান, ‘আমি গত ফেব্রুয়ারি মাসে তার দোকানে স্কুলের কাজের জন্য ছবি তুলতে যাই। এ সময় দোকানের মালিক পারভেজ আমাকে নানাভাবে অশ্লীল কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে আমাকে নেশাজাতীয় তরল পান করিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর আমাকে আবার দোকানে ডেকে এনে মোবাইলে ধারণকৃত আমার কিছু নগ্ন ছবি দেখায়। তার পর থেকেই আমাকে সে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করে।’
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াকুব পারভেজকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুবকে গ্রেপ্তার করে।
সাটুরিয়া থানায় ওসি মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, ইয়াকুব পারভেজের হরগজ বাজারে একটি স্টুডিও, ফটোকপি ও কম্পিউটারের দোকান রয়েছে। ওই ছাত্রী ফটো তোলার জন্য দোকানে যায়। এরপর ইয়াকুব তাকে নানা প্রলোভন দেখান। এতে কাজ না হওয়ায় নেশাজাতীয় তরল পান করিয়ে ছাত্রীকে বিবস্ত্র করেন। পরে তা মোবাইলে ধারণ ও ধর্ষণ করেন। এর পর থেকে ওই তরুণীকে ব্লাকমেল করে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না বলার জন্য ওই তরুণীকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন। কাউকে বললে মোবাইলে ধারণ করা নগ্ন ছবি গণমাধ্যম ও ফেসবুকে ছেড়ে দেওয়ারও হুমকি দিতেন ইয়াকুব পারভেজ।
গত ২৪ ফেব্রুয়ারি ধর্ষক ওই তরুণীকে তাঁর দোকানে ডেকে নিয়ে যান। এ সময় ওই ছাত্রীর ভাগনিকে সঙ্গে নিয়ে গেলে তাকে দোকানে বসিয়ে রেখে স্টুডিওর ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা তরুণীর ভাগনি দেখে ফেললে তাকেও প্রাণনাশের হুমকি দেন ইয়াকুব পারভেজ।
ওই তরুণী জানান, ‘আমি গত ফেব্রুয়ারি মাসে তার দোকানে স্কুলের কাজের জন্য ছবি তুলতে যাই। এ সময় দোকানের মালিক পারভেজ আমাকে নানাভাবে অশ্লীল কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে আমাকে নেশাজাতীয় তরল পান করিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর আমাকে আবার দোকানে ডেকে এনে মোবাইলে ধারণকৃত আমার কিছু নগ্ন ছবি দেখায়। তার পর থেকেই আমাকে সে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করে।’
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াকুব পারভেজকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৭ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৭ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৮ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে