Ajker Patrika

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গাগামী লেন থেকে হাইওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাস্তা পার হওয়ার সময় কোনো পরিবহনের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে। দ্রুত গতির যানবাহনের ধাক্কায় তাঁর মাথা থেঁতলে গেছে। তবে তাঁর মৃত্যুর কারণ বা সূত্র নিশ্চিত নয়।

আব্দুল্লাহ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সড়কে দেখি এক নারীর মরদেহ পড়ে আছে। সম্ভবত সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির কোনো পরিবহন ওই নারীকে চাপা বা ধাক্কা দেয়। এতে তাঁর মাথা ও মুখ থেঁতলে গেছে। তাঁকে চেনা যাচ্ছে না।’

শিবচর হাইওয়ে থানার ডিউটি অফিসার মুন্সি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এক্সপ্রেসওয়েতে ডিউটিতে ছিলাম। খবর পেয়ে এসে দেখি, এক নারীর মরদেহ পড়ে আছে। সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত