বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ২টি লরি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী ঢালুতে উল্টে পড়ে গেছে। এ ছাড়া সামনের একটি লরি লাইনচ্যুত হয়েছে। এতে তেলবাহী ট্রেনের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেলে সোয়া ৫টার দিকে মির্জাপুর রেলস্টেশনের পশ্চিমাংশে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে রংপুর ডিপোতে যাচ্ছিল। ট্রেনের ১৫টি লরি ছিল। এর মধ্যে ইঞ্জিনসহ অকটেন ভর্তি ট্রেনের সামনের দুটি লরি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায়।
কামরুল হাসান আরও জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ৯৮১ ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনে ক্রসিং হওয়ার কথা ছিল। তেলবাহী ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে রেখে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে চলে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৯৮১ তেলবাহী ট্রেনটিকে লুপ লাইনে প্রবেশ করার জন্য সিগনাল দেওয়া হয় এবং ট্রেনটি যেন স্টেশনে দাঁড়ায় সে ব্যবস্থা করা হয়। কিন্তু তেলবাহী ট্রেনটির ব্রেকিং সিস্টেমে কাজ না করায় এবং ব্রেক কন্ট্রোল করতে না পারায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক তাঁকে জানান।
এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন।