হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষক ইমনের স্থায়ী বরখাস্তের দাবিতে প্ল্যাকার্ড হাতে জবি ছাত্রী মিম

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের স্থায়ী বরখাস্তের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন ভুক্তভোগী ছাত্রী কাজী ফারজানা মিম।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘যৌন হয়রানির পূর্ণাঙ্গ শাস্তি চাই, সাময়িক নয়’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড হাতে নীরব দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভুক্তভোগী শিক্ষার্থীকে। 

গত বৃহস্পতিবার শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

একই সঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী কাজী ফারজানা মিম আজকের পত্রিকাকে বলেন, ‘সাময়িক বরখাস্ত তো দুই বছর আগের হওয়ার কথা। এই বিচারটা হয়েছে দুই বছর আগের বিচার। এখন আমি ওনার স্থায়ী বরখাস্ত চাই। আজ আমার নামে কোর্ট থেকে বিভাগে একটা চিঠি এসেছে। বিভাগ আমাকে ডেকে ওই চিঠি হাতে ধরিয়ে দিয়েছে।’ 

গত বছর অভিযুক্ত শিক্ষক আবু শাহেদ ইমন হাইকোর্টে তদন্ত কমিটির রিপোর্টের ওপর অনাস্থা জানিয়ে আবেদন করে। পরবর্তীতে সে আবেদন ছয় মাসের জন্য কোর্ট স্থগিত করে দেয়। আজ রোববার সেই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবার কোর্টে আবেদন করে এ অভিযুক্ত শিক্ষক। আর সে আবেদনের একটি কপি ভুক্তভোগী শিক্ষার্থীর কাছেও পাঠানো হয়।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ