শতভাগ নাগরিক সেবা নিশ্চিতকরণ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার অধিদপ্তরের দুই শতাধিক কর্মকর্তা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সামনে এ মানববন্ধন করেন।
এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
কর্মকর্তাদের ১২টি দাবির মধ্যে রয়েছে, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই; মেধার ভিত্তিতে ব্যাচ ভিত্তিক পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে; যে সমস্ত কর্মকর্তা ইতিমধ্যে নির্দিষ্ট গ্রেডে ফিডার পদের মেয়াদ পূর্ণ করেছেন, তাঁদের ভুতাপেক্ষ পদোন্নতির ব্যবস্থা করতে হবে; প্রাণিসম্পদ অধিদপ্তরের যেসব কর্মকর্তা ৩য় গ্রেড প্রাপ্তিতে এক বা একাধিকবার বৈষম্যের শিকার হয়েছেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়েছেন/পাননি তাঁদের সবাইকে প্রথম ব্যাচে পদোন্নতিপ্রাপ্তদের সঙ্গে ভুতাপেক্ষভাবে পদোন্নতি কার্যকর করতে হবে; ভেটেরিনারি সার্ভিসকে ইমারজেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা করা; সব পর্যায়ের পদায়নে জ্যেষ্ঠতা নিশ্চিত করতে হবে, ইত্যাদি।
মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকে স্মারকলিপি দেওয়ার সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের চিফ সায়েন্টিফিক অফিসার ডা. বয়জার রহমান।