অনলাইন ডেস্ক
মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) শিশু ও নারীদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। সম্প্রতি এ ধরনের সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সংস্থাটি ক্ষোভ প্রকাশ করেছে।
সংস্থাটি মনে করে, মেয়েরা যৌন হামলার আশঙ্কায় বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব কথা জানায়। এ সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে তারা।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রতিদিন আমরা ধর্ষণ এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে অন্য ধরনের সহিংসতার খবর পড়ি, এমনকি শিশুরাও এ থেকে রেহাই পাচ্ছে না। ঢাকা-রাজশাহী বাসে ধর্ষণের সাম্প্রতিক ঘটনাটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এবং প্রকাশ্য স্থানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জরুরি প্রয়োজনকে তুলে ধরে।’
এমজেএফের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘কয়েক মাস ধরে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বারবার অনুরোধ জানিয়েছি। দুর্ভাগ্যবশত, আমরা কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখিনি; বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যেখানে নারী ও মেয়েরা যৌন হামলার ভয়ে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে এমজেএফ সমাজের সব স্তরের মানুষ, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে একত্র হয়ে জবাবদিহি ও ন্যায়বিচারের দাবিতে তাদের কণ্ঠস্বর তুলে ধরার আহ্বান জানিয়েছে।
মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) শিশু ও নারীদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। সম্প্রতি এ ধরনের সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সংস্থাটি ক্ষোভ প্রকাশ করেছে।
সংস্থাটি মনে করে, মেয়েরা যৌন হামলার আশঙ্কায় বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব কথা জানায়। এ সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে তারা।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রতিদিন আমরা ধর্ষণ এবং নারী ও মেয়েদের বিরুদ্ধে অন্য ধরনের সহিংসতার খবর পড়ি, এমনকি শিশুরাও এ থেকে রেহাই পাচ্ছে না। ঢাকা-রাজশাহী বাসে ধর্ষণের সাম্প্রতিক ঘটনাটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এবং প্রকাশ্য স্থানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জরুরি প্রয়োজনকে তুলে ধরে।’
এমজেএফের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘কয়েক মাস ধরে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বারবার অনুরোধ জানিয়েছি। দুর্ভাগ্যবশত, আমরা কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখিনি; বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যেখানে নারী ও মেয়েরা যৌন হামলার ভয়ে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে এমজেএফ সমাজের সব স্তরের মানুষ, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে একত্র হয়ে জবাবদিহি ও ন্যায়বিচারের দাবিতে তাদের কণ্ঠস্বর তুলে ধরার আহ্বান জানিয়েছে।
লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলিতে আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারি বাড়ি এলাকায় স্থানীয় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলি হয়।
৭ ঘণ্টা আগেকুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেরাজশাহীর তানোরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম নেকশার আলী (৩৫)। তিনি উপজেলার রাতৈল গ্রামের বাসিন্দা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার কৃতী সন্তানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় হান্নান এ মন্তব্য করেন।
৮ ঘণ্টা আগে