হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মাছ ব্যবসায়ী নিহত

গাজীপুরের শ্রীপুরে বাসে ওঠার সময় একটি কাভার্ডভ্যান চাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান ও এর চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. সফিক নূর (৩৫) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি শ্রীপুর এলাকায় মাছের ব্যবসা করতেন। আটককৃত কাভার্ডভ্যান চালক জাহিদুল ইসলাম (২৪) টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চরসিমলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী আলামিন বলেন, নিহত ব্যক্তি মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি বাস কাছাকাছি পৌঁছামাত্র তিনি বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আশপাশের লোকজন এগিয়ে এসে দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যান ও চালককে আটকায়। এরপর পুলিশ এসে তাদের নিয়ে যায়। 

মাওনা হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে মাছ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক আটক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

থানায় জিডি করতে ৩ প্যাকেট সিগারেট নিলেন এএসআই

ভাঙ্গায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে পুলিশে দিল স্থানীয়রা

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দোকানে আগুন, নিহত ১

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে যুবকের লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

ছুটিতে স্কুলের মাঠে শতাধিক কলাগাছ

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার