মুন্সিগঞ্জের গজারিয়ায় সিমেন্টের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে গাড়ি চাপায় জিন্নাহার আক্তার (৩৫) নামের এক নারী নিহত হন। এতে ১১ জন গুরুতর আহত হয়। আজ বুধবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিন্নাহার আক্তার সুনামগঞ্জের জেলা জামালপুর উপজেলার আব্দুল্লাহর মেয়ে। আহতরা হলেন, সবুজ মিয়া, মোহাম্মদ হৃদয় মিয়া, নুরুন্নাহার আক্তার, ইয়াসমিন, আফাত, জাহাঙ্গীর।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, বুধবার দুপুরে যাত্রীবাহী মিনিবাস যাত্রী নিয়ে যাওয়ার সময় শান্তিনগর এলাকায় আসলে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে এটিকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে একজন নিহত হয়। এ সময় ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী মিনিবাস ভবেরচর হাইওয়ে থানা-পুলিশ জব্দ করেছে।
ভবেরচর হাইওয়ে থানার ওসি শাজালাল বাবুল জানান, দুর্ঘটনায় একজন মারা গেছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লিখিত ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।