Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত কিশোরের নাম মোয়াজ (১৫)। সে পশ্চিম নাখালপাড়া এলাকার ইয়াহিয়া শরীফের ছেলে। 

ঢামেক হাসপাতালে মোয়াজের চাচা মো. কাউসার আহমেদ আজকের পত্রিকাকে জানান, মোয়াজ মানসিক প্রতিবন্ধী ছিল। সে পশ্চিম নাখালপাড়ায় নিজেদের বাড়ি থেকে সকালে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। এরপর তাঁরা খবর পান, বাসার কাছে নাখালপাড়া বড় মসজিদের সামনে রেললাইনে ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মোয়াজ। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোয়াজকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তেজগাঁও নাখালপাড়া থেকে স্বজনেরা এক কিশোরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বজনেরা জানিয়েছেন, ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল। 

মোয়াজের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি