রাজধানীর মোহাম্মদপুর থেকে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. পলাশ, মো. করিম ও মো. সাদ্দাম হোসেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় মোহাম্মদপুরের বছিলা তিন রাস্তার মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।