Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পাংশা ও রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীতে ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় ৭টি অস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–৮ (র‍্যাব) এর একটি দল। এ ঘটনায় আজ মঙ্গলবার পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র‍্যাব। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গত সোমবার দুপুর দেড়টার দিকে পাংশার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের মো. ইমরান মিয়ার (২২) বাড়ি থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—দেশীয় ২টি পাইপগান, ৪টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার ও শটগানের ৩টি কার্তুজ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানিয়েছে, অবৈধ অস্ত্র রাখার অপরাধে মো. ইমরান মিয়া (২২) ও তাঁর পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়ার (৫০) বিরুদ্ধে অস্ত্র আইন—১৮৭৮ এর ১৯এ ধারায় পাংশা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাঁরা আগে থেকেই পলাতক। 

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মো. ইমরান মিয়াকে প্রধান আসামি ও পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়াকে আসামি করে ২৬ জুলাই পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র‍্যাব। মামলা নম্বর-১১।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি