নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বিস্ফোরণে শোরুমটিসহ আশপাশের দুটি ভবনের দেয়াল ধসে পড়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে ৷ আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে তাঁরা হলেন সিরাজুল হক, তাঁর স্ত্রী রোকসানা বেগম, তাঁদের ছেলে সুমন হক, মাসুদ হক ও রাসেল হক, মাসুদের স্ত্রী সুমাইয়া আক্তার, রাসেলের স্ত্রী দোলা আক্তার, সুমনের স্ত্রী বিথি আক্তার, আবু সুফিয়ান, আরফা মনি, মাসুদের ছেলে আবু বকর সিদ্দিক, আরফান ও নির্মাণশ্রমিক পল্টু।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুউদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচতলায় মুসকান মোটরস অটোরিকশা বিক্রি করত। প্রতিষ্ঠানটির ভেতরে অসংখ্য ব্যাটারি আছে ৷ ধারণা করা হচ্ছে, ব্যাটারি থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিকট শব্দে মুসকান মোটরস নামে অটোরিকশার শোরুমে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণে দোকানসহ পাশের একটি টিনের আধাপাকা ঘর ও একটি দোতলা ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বিভিন্ন ভবনের জানালার কাচ।
বিস্ফোরণের বিষয়ে শোরুম মালিক স্বপন বলেন, ‘আমি রিকশার পার্টস বিদেশ থেকে এনে এখানে জোড়া দিয়ে বিক্রি করি ৷ কীভাবে এই বিস্ফোরণ হয়েছে তা আমি জানি না।’