হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

মানিকগঞ্জ প্রতিনিধি

ব্যবসায়ী লাভলু মিয়ার বাসায় ডাকাতির ঘটনায় ওলটপালট করা বিভিন্ন সামগ্রী। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা পরিবারের এক সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২ লাখ টাকা লুট করে নেয়।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় ব্যবসায়ীর ছেলে জনি মিয়া মানিকগঞ্জ সদর থানায় বাদী হয়ে মামলা করেন। এর আগে গত বুধবার ভোর ৪টার দিকে জেলা সদর উপজেলার শিববাড়ী গ্রামের মো. লাভলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ঠিকাদার ব্যবসায়ী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ছয়জন ডাকাত বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাড়িতে ব্যবসায়ী লাভলু মিয়ার শ্যালিকা রুমা বেগম একাই ছিলেন। তারা রুমা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বাড়িতে থাকা প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নেয়।

রুমা বেগম বলেন, ‘ভোর ৪টার দিকে ডাকাতদল বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। আমি বাড়িতে একাই ছিলাম। পরে আমার রুমে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে ছয়জন মুখোশধারী ডাকাত আমার হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা আমার দুলাভাই ও বোনকে অকথ্য ভাষায় গালি দেন। তারা আলমারি, খাট ও লকার ভেঙে ১২ ভরি স্বর্ণ এবং নগদ ২ লাখ টাকা নিয়ে যায়।’

ব্যবসায়ী লাভলু মিয়ার পুত্রবধূ ইসরাত জাহান তন্বী বলেন, ‘বুধবার আমাদের বিবাহবার্ষিকী ছিল। এ উপলক্ষে আমার শাশুড়ি ঢাকায় আমাদের বাসায় ছিলেন। বাসা খালি থাকবে এ কারণে খালাশাশুড়ি বাসায় একা ছিলেন। ডাকাতেরা আমার খালাশাশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা নিয়ে গেছে। ডাকাতির ঘটনাটি পরিকল্পিত।’

ভুক্তভোগী লাভলু মিয়া সাংবাদিকদের বলেন, ‘থানায় মামলা করা হয়েছে। তদন্ত চলছে।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত চলমান।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ