হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কারখানার কোয়ার্টার থেকে শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার কোয়ার্টার থেকে সাব্বির হোসেন নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামে অবস্থিত প্যারামাউন্ড কারখানার কোয়ার্টার থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সাব্বির হোসেন (২৩) শরীয়তপুর জেলার পালং থানার নরবালাখানা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার প্যারামাউন্ট কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

নিহতের ভাই জামান বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে সে কারখানার কোয়ার্টারে থেকে চাকরি করত। গতকাল রাতে একই কারখানায় চাকরি করা আমার বোনজামাই আমাকে ফোন দিয়ে জানায় ভাই আত্মহত্যা করেছে। এরপর রাতেই দ্রুত কারখানার কোয়ার্টারে গিয়ে ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই। তবে কী কারণে সে আত্মহত্যা করছে বলতে পারছি না।’ 

প্যারামাউন্ট কারখানার ব্যবস্থাপক মাইনুদ্দিন বলেন, ‘সাব্বির কয়েক বছর ধরে কারখানায় সুনামের সঙ্গে চাকরি করছিল। তবে হঠাৎ করে কী কারণে সে আত্মহত্যা করল কিছুই বলতে পারছি না। সে খুবই বিনয়ী ও কর্মঠ ছিল।’ 

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়ে রাতেই কারখানার কোয়ার্টার থেকে নিহত শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন