গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় বিজয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর রংপুর জেলার কোতোয়ালি থানার আলমনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত কিশোর টঙ্গী ও উত্তরা এলাকায় ছিনতাই করত। আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় একটি বাস বিজয়কে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বাসটিকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’