হোম > সারা দেশ > ঢাকা

যুবলীগ নেতাকে থাপ্পড় মারার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে যুবলীগের এক নেতাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরুর বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর নোয়াগাঁও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবনের পাশে এ ঘটনা ঘটে। 

এর আগে, আজ বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৬ নম্বর ওয়ার্ডের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা কমিটি চূড়ান্ত করতে এক সভার আয়োজন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে যোগ দেন যুবলীগ নেতা কাইয়ুম সরকার। তিনি গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটিতে সদস্য পদে রয়েছেন।

সভা চলাকালে হঠাৎ ওয়ার্ড কাউন্সিলর নূরু আলোচনা সভায় ওই যুবলীগ নেতা দেরিতে উপস্থিত হয়েছেন বলে অভিযোগ তোলেন। এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে ওয়ার্ড কাউন্সিল নূরু ওই যুবলীগ নেতাকে থাপ্পড় মারেন। পরে উভয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উপস্থিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বিষয়টির দায়িত্ব নেন। 

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার বলেন, ‘কাউন্সিলর নূরুল ইসলামের সঙ্গে আমার পূর্ববিরোধ ছিল। আজ দেরি করে সভায় উপস্থিত হওয়ার অজুহাতে আমাকে চড়থাপ্পড় মারেন। আমার কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে। আমি সিনিয়র নেতা-কর্মীদের কাছে বিষয়টি জানিয়েছি।’ 

অভিযুক্ত গাজীপুর সিটি করপোরেশন ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরু বলেন, ‘আমি কাউকে মারিনি। আমি কিছুই জানি না।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক মোটর শ্রমিক লীগের এক নেতা বলেন, ‘সন্ধ্যায় সভা চলাকালে সভায় দেরি করে উপস্থিত হওয়ায় ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু যুবলীগ নেতাকে চড়থাপ্পড় মারেন। এ সময় যুবলীগ নেতা, কর্মী ও সমর্থকদের মারধর করা হয়।’ 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতি বলেন, দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিষয়টি সমাধান করা হবে। 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। যুবলীগ নেতা কাইয়ুম সরকার এখনো অভিযোগ জানায়নি।’

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ