হোম > সারা দেশ > ঢাকা

যুবলীগ নেতাকে থাপ্পড় মারার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে যুবলীগের এক নেতাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরুর বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর নোয়াগাঁও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবনের পাশে এ ঘটনা ঘটে। 

এর আগে, আজ বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৬ নম্বর ওয়ার্ডের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা কমিটি চূড়ান্ত করতে এক সভার আয়োজন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে যোগ দেন যুবলীগ নেতা কাইয়ুম সরকার। তিনি গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটিতে সদস্য পদে রয়েছেন।

সভা চলাকালে হঠাৎ ওয়ার্ড কাউন্সিলর নূরু আলোচনা সভায় ওই যুবলীগ নেতা দেরিতে উপস্থিত হয়েছেন বলে অভিযোগ তোলেন। এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে ওয়ার্ড কাউন্সিল নূরু ওই যুবলীগ নেতাকে থাপ্পড় মারেন। পরে উভয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উপস্থিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বিষয়টির দায়িত্ব নেন। 

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার বলেন, ‘কাউন্সিলর নূরুল ইসলামের সঙ্গে আমার পূর্ববিরোধ ছিল। আজ দেরি করে সভায় উপস্থিত হওয়ার অজুহাতে আমাকে চড়থাপ্পড় মারেন। আমার কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে। আমি সিনিয়র নেতা-কর্মীদের কাছে বিষয়টি জানিয়েছি।’ 

অভিযুক্ত গাজীপুর সিটি করপোরেশন ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরু বলেন, ‘আমি কাউকে মারিনি। আমি কিছুই জানি না।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক মোটর শ্রমিক লীগের এক নেতা বলেন, ‘সন্ধ্যায় সভা চলাকালে সভায় দেরি করে উপস্থিত হওয়ায় ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু যুবলীগ নেতাকে চড়থাপ্পড় মারেন। এ সময় যুবলীগ নেতা, কর্মী ও সমর্থকদের মারধর করা হয়।’ 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতি বলেন, দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিষয়টি সমাধান করা হবে। 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। যুবলীগ নেতা কাইয়ুম সরকার এখনো অভিযোগ জানায়নি।’

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন