হোম > সারা দেশ > ঢাকা

ছুটির দিনে তারুণ্যের উচ্ছ্বাস

শরীফ নাসরুল্লাহ, ঢাকা

সাপ্তাহিক ছুটির দিনে গতকাল বইমেলায় উপচে পড়া ভিড় ছিল বিভিন্ন বয়সী মানুষের। মেলার একটি স্টলে নিজের পছন্দের বই দেখছেন এক তরুণী। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: আজকের পত্রিকা

একদল তরুণী হুইহুল্লোড় করে মেলায় ঘুরছিলেন। কারও মাথায় ফুলের টায়রা। কেউ পরেছেন শাড়ি। কারও হাতে বই তো কেউ সেলফিতে ব্যস্ত। কাল মেলায় এমন তরুণদের দেখা গেল বেশ। ছুটির দিন হওয়ায় মেলায় এমনিতেই ভিড় ছিল। সেই ভিড়ে মেলাজুড়ে ছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বল-আনন্দ।

সাভারের জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে মেলায় এসেছেন কয়েকজন বন্ধু। তাহামিদ হোসেন, মো. এহসানুল ইসলাম সিনহা, সম্রাট মশিউর রহমান, আপন হোসেন ও শুভ সরকাররা এবার এইচএসসি পরীক্ষা দেবেন। তাহামিদ বললেন, ‘আমরা কয়েকজন কিনেছি সায়েন্স ফিকশন। ঘুরলাম, বই কিনলাম। দুজন আবার কৌতুকের বইও কিনেছেন। মেলায় অনেক লোক। হাঁটা যায় না।’

তাহামিদদের মতো বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের দেখা মিলল বেশ। আছে তরুণদের ছোট ছোট দল। তারা বিভিন্ন বইয়ের স্টলে ভিড় করছে। আছেন বড়রাও।

মেলা থেকে বের হচ্ছিলেন সরকারি কর্মকর্তা শামস জামান। তাঁর হাতে বইয়ের ব্যাগ। বললেন, ‘নন-ফিকশন কিনছি। রাজনৈতিক বিষয়ের ওপরে এখন চাহিদা। মেলা বেশ প্রাণবন্ত মনে হচ্ছে। তরুণদের উপস্থিতি বেশ। তাদের বইও বেশি দেখলাম।’

তরুণেরা বই কিনছেন বলে জানালেন বিক্রয়কর্মীরাও। জ্ঞানকোষ প্রকাশনীর বিক্রয়কর্মী অনন্যা পাল বলেন, তরুণেরা আজ বই কিনছেন বেশি। তাঁদের আগ্রহ থ্রিলারে। থ্রিলার চলছেও বেশি।

অন্যপ্রকাশের স্টলে অনেক ভিড়। হুমায়ূন আহমেদের বই চাইছেন অনেক পাঠক। ঘাসফুল প্রকাশনীতে গিয়ে এক তরুণ চাইলেন জাফর ইকবালের বই।

ঘাসফুল প্রকাশনীর বিক্রয়কর্মী লামিয়া আক্তার বলেন, ‘এবারের মেলায় তরুণদের উপস্থিতি বেশ ভালো। তারা বইও কিনছে। তরুণেরা থ্রিলার কিনছে বেশি। আমরা কবিতা আর উপন্যাস বের করেছি। ৫০-এর বেশি নতুন বই এসেছে।’

নতুন বইয়ের খোঁজ

কথাপ্রকাশ বের করেছে ওয়াসি আহমেদের প্রবন্ধের বই ‘টিকিটাকা’। বইটির ফ্ল্যাপে লেখা হয়েছে, একজন সৃজনশীল লেখক যখন লেখাজোখা ও নিজের পাঠ অভিজ্ঞতা নিয়ে লিখতে বসেন, তখন তা সংগত কারণেই হয়ে ওঠে কৌতূহলোদ্দীপক। ওয়াসি আহমেদ এ বইয়ে সে প্রত্যাশা বহু মাত্রায় রঞ্জিত করার মধ্য দিয়ে তাঁর মননবৈভবকে অনেকটা যেন নিজের অজান্তেই উন্মোচন করেছেন।

বাংলা একাডেমি বের করেছে তানভীর দুলালের ‘তিন কবির কাব্যভাষা: শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ’। বইটি সম্পর্কে ফ্ল্যাপ থেকে জানা গেছে, দেশের সংগ্রামময় বিরূপ সময়ের সন্তান হিসেবে এই তিন কবি শ্রম ও সাধনায় অর্জন করেছেন তাঁদের নিজস্ব কবিকণ্ঠ আর কাব্যভাষা। কাব্যভাষার সঙ্গে কাব্যবিষয়ের সম্পর্কসূত্র নিরূপণ, কবির মনন, যাপিত জীবন, অর্জিত অভিজ্ঞতা কাব্যভাষা-সৃষ্টিতে কতটা এবং কীভাবে সম্পর্কিত তার পূর্বাপর ব্যাখ্যা-বিশ্লেষণ এ বইয়ে পাওয়া যাবে।

বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই এসেছে ১০২টি। মেলায় আসা মোট বইয়ের সংখ্যা ৫৫৬টি।

আয়োজন

অমর একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘একজন মোহাম্মদ হারুন-উর-রশিদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন রফিক-উম-মুনীর চৌধুরী। আলোচনায় অংশ নেন আবদুস সেলিম এবং মোহাম্মদ হারুন রশিদ। সভাপতিত্ব করেন খালিকুজ্জামান ইলিয়াস।

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং কবি জব্বার আল নাইম। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ফরিদ সাইদ ও কবি প্রদীপ মিত্র। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কামাল মিনা ও ফারহানা পারভীন হক তৃণা।

ছিল আরিফুজ্জামান চয়নের পরিচালনায় নৃত্য সংগঠন ‘উদ্ভাস নৃত্যকলা একাডেমী’র পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ফারাহ দিবা খান লাবণ্য, সুস্মিতা দেবনাথ সূচি, বিজন চন্দ্র মিস্ত্রী, গার্গি ঘোষ, শার্লি মার্থা রোজারিও ও মো. রেজওয়ানুল হক।

জুলাইয়ের যে অগ্নিকন্যারা জুগিয়েছিল অনুপ্রেরণা শিরোনামে জুলাই গল্প মঞ্চে গতকাল অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা নামলাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি।

আজ বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: মাকিদ হায়দার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন চঞ্চল আশরাফ। আলোচনায় অংশ নেবেন আসিফ হায়দার ও সৈকত হাবিব। সভাপতিত্ব করবেন আতাহার খান।

ভাঙ্গায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে পুলিশে দিল স্থানীয়রা

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দোকানে আগুন, নিহত ১

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে যুবকের লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

ছুটিতে স্কুলের মাঠে শতাধিক কলাগাছ

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টা, মায়ের সহকর্মী আটক