অনলাইন ডেস্ক
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ইংরেজি বিভাগের আয়োজনে দিনব্যাপী ‘উদ্যোক্তা সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই আয়োজন।
‘From Poetry to Passion: English for Innovation in an Entreprenaissance Era’ শিরোনামে আয়োজিত এই উদ্যোক্তা সম্মেলনে সার্বিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও ইংরেজি ভাষার শিক্ষকদের সংগঠন টেসোল সোসাইটি অব বাংলাদেশ।
এসইউবির ইংরেজি বিভাগের অ্যাডভাইসর অধ্যাপক ড. সাইদুর রহমানের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর প্রোগ্রামস মি. ডেভিড নক্স।
সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইংরেজি সাহিত্য বিষয়ক পড়াশোনা কীভাবে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সাহায্য করতে পারে—সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আর্থিক লাভের ঊর্ধ্বে যে আত্মিক ও মানসিক পরিতৃপ্তি মূল উদ্দীপকের ভূমিকা পালন করে, এ বিষয়টিও উঠে আসে তাঁর আলোচনায়।
উদ্যোক্তাদের জন্য আয়োজিত এ সম্মেলনে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ কীভাবে অনলাইন উদ্যোক্তা হওয়া সম্ভব, সে বিষয়ে আলোকপাত করেন।
এছাড়াও সম্মেলনের অন্যতম বক্তা বেটারস্টোরিজ লিমিটেডের চিফ স্টোরিটেলার মিনহাজ আনওয়ার উদ্যোক্তা হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির গুরুত্ব ও নির্দেশনা বিষয়ে আলোকপাত করেন।
হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং ফাউন্ডেশন ঋতুর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উম্মে শারমিন কবীর ইংরেজি বিভাগে পড়ে একজন সামাজিক উদ্যোক্তা হওয়ার পেছনে নিজের আগ্রহ ও উৎসাহের ক্ষেত্রগুলো তুলে ধরেন।
সম্মেলনের বিভিন্ন সেশনে বক্তব্য প্রদান ও আলোচনায় আরও অংশগ্রহণ করেছেন খেলবেই বাংলাদেশের স্বত্বাধিকারী কাজী সাবির, মাদলের স্বত্বাধিকারী মাসুমা খাতুন শাম্মী, হ্যান্ডিমামার স্বত্বাধিকারী শাহ পরান, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের (ইডিসি) সভাপতি ও কাকলীস অ্যাটায়ারের স্বত্বাধিকারী কাকলী তালুকদার, ইডিসির সহসভাপতি ও আরিয়াস কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা, আবায়া স্টোরির স্বত্বাধিকারী সিরাজুম মুনিরা, সহজসাধ্যর স্বত্বাধিকারী সৈয়দা ক্যামেলিয়া রহমান, আওয়ার শেরপুরর প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন, ইলিশের বাড়ির স্বত্বাধিকারী আহমেদ উল্লাহ সিয়াম, এটিএম করপোরেশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. বায়েজিদুর রহমান, তেজস্বীর স্বত্বাধিকারী ও ঢাকা পিডিয়ার প্রতিষ্ঠাতা উম্মে শাহেরা এনিকা এবং ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিফতাউল জান্নাতি সিনথিয়া।
এছাড়া সম্মেলনের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ছিল বিভিন্ন উদ্যোক্তাদের স্টল। যেখানে উদ্যোক্তারা তাদের আইডিয়া ও পণ্য প্রদর্শন করেছেন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীরা এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
সম্মেলনে আরও বক্তব্য প্রদান করেন—টেসোল সোসাইটি অব বাংলাদেশের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মিঞা মো. নওশাদ কবীর।
এসইউবির ইংরেজি বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান নুশরাত আরার কৃতজ্ঞতা জ্ঞাপনসূচক বক্তব্য প্রদানের মাধ্যমে দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলনের সমাপ্তি হয়।