হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে বিস্ফোরণে দগ্ধ আ.লীগ নেতার স্ত্রীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া আওয়ামী লীগ নেতার স্ত্রী শামসুন্নাহার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামসুন্নাহার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুরুতর আহত তাঁর ছেলে সানোয়ার হোসেন (১৬) ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসার কেয়ারটেকারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি জানা গেছে। তবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের চাচা নইমুদ্দিন ফকির বলেন, ‘মৃত্যুর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার চেষ্টা চলছে। নিহতের ছেলের অবস্থাও আশঙ্কাজনক এবং তার চিকিৎসা চলছে।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, বাড়িটি তালাবদ্ধ ছিল। ভেতরে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণটি মারাত্মক ছিল। দোতলার জানালার থাই গ্লাস ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে নিচে পড়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ