Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্রের মুখে কলেজছাত্রকে তুলে নিয়ে তরুণীর সঙ্গে বিয়ে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

অস্ত্রের মুখে কলেজছাত্রকে তুলে নিয়ে তরুণীর সঙ্গে বিয়ে
দণ্ডপ্রাপ্ত কাজির সহকারী আব্দুস সামাদ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রকে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তরুণীর সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাল্যবিবাহের কাবিন নিবন্ধন করার অপরাধে কাজির সহকারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাহার শাকিলের ভ্রাম্যমাণ আদালত এই কারাদণ্ডের আদেশ দেন। এর আগে কাজির সহকারীর বাড়িতে বিয়ের কাবিন সম্পন্ন করা হয়।

দণ্ডপ্রাপ্ত কাজির সহকারীর নাম মো. আব্দুস সামাদ (৩৫)। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের বাসিন্দা। জোর করে বিয়ে দেওয়া ওই কিশোর ঢাকার একটি কলেজের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল জেলায়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারক আতাহার শাকিল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ভুক্তভোগী কলেজছাত্রের মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ সম্পন্ন ও কাবিন রেজিস্ট্রেশন করার অপরাধে কাজির সহকারীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কাজির সহকারী এই বিয়ে রেজিস্ট্রেশন করেন।

ইউএনও সজীব আহমেদ বলেন, কলেজছাত্রকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এক তরুণীর স্বজনেরা। এরপর অভিযুক্ত কাজির সহকারী আব্দুস সামাদকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি পাশের ভাওয়ালগড় ইউনিয়নের এক কাজির নিকাহ রেজিস্টার (বালাম বই) এনে অস্ত্রের মুখে কলেজছাত্রের সঙ্গে তরুণীর বাল্যবিবাহ সম্পাদন করেন। পাশাপাশি তাদের কাবিননামা রেজিস্ট্রেশন করেন। অভিযোগে কলেজছাত্রের মা জানিয়েছেন, কাবিননামায় আট লাখ টাকা দেনমোহর উল্লেখ করা হয়েছে।

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন কর্মসূচি