উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ফেনসিডিলসহ তোফায়েল আহমেদ (৩৫) ও মো. পাপ্পু (৩৬) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার হলদাপাড়া গ্রামের মৃত মো. কাশেমের ছেলে তোফায়েল আহমদ ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার ভাঙ্গাহিলি গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. পাপ্পু (৩৬)।
তাদের কাছ থেকে ১৭৮ বোতল ফেনসিডিল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থেকে ১৭৮ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।’
মাহফুজুর রহমান আরও বলেন, ‘তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেনসিডিল এবং ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।’
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।