হোম > সারা দেশ > ঢাকা

বশেমুরবিপ্রবিতে ভিসি নিয়োগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

গোপালগঞ্জ প্রতিনিধি

ভিসি নিয়োগের দাবিতে বশেমুরবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থায়ীভাবে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে স্থায়ী ভিসি নিয়োগ না দেওয়ায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী ভিসি নিয়োগ না হলে শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ফায়েকুজ্জামান মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ আহমেদ, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুজ্জামান রাজীব প্রমুখ।

বশেমুরবিপ্রবির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী তোহা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর গত ২০ আগস্ট ভিসি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি নিয়োগ দেওয়া হলেও শুধুমাত্র গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি নিয়োগ না দিয়ে বৈষম্য তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি স্থায়ী ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় ঘেরাও করবে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন