Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জবানবন্দি দিলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জবানবন্দি দিলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন
পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই জবানবন্দি দেন।

সূত্র জানায়, সাবেক আইজিপি মামুনকে সকাল ৯টার দিকে কারাগার থেকে কঠোর গোপনীয়তায় আদালতে হাজির করা হয়। তিনি বিকেল ৫টা পর্যন্ত একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাসকামরায় জবানবন্দি দেন। তাঁর আইনজীবী বলেছেন, তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কোনো মামলায় জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। তবে জবানবন্দিতে তিনি কী বলেছেন, তা জানা যায়নি। আদালতসংশ্লিষ্ট কেউ এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

একটি সূত্র বলেছে, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতকে বলেছেন, তিনি রাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়িত্ব পালন করেছেন। জবানবন্দি শেষে তাঁকে বিকেল ৫টার দিকে কারাগারে ফেরত পাঠানো হয়।

মামুনের আইনজীবী জসীম হান্নান বলেন, আবদুল্লাহ আল মামুনকে আদালতে আনা হয়েছিল। আদালত থেকে নেওয়ার পথে তাঁর সঙ্গে একনজর দেখা হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। জানা গেছে, তিনি মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জবানবন্দি দিয়েছেন।

আবদুল্লাহ আল-মামুনকে গত ২৭ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৭ নভেম্বর সকালে তাঁকে কঠোর গোপনীয়তায় কারাগার থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। তিনি সেদিন একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাসকামরায় দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেছিলেন। তবে সেদিন তিনি কোনো জবানবন্দি দিয়েছিলেন কি না বা অন্য কোনো কারণে তাঁকে হাজির করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি মামুনকে। এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ঢাকায় শতাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে এবং এর মধ্যে ৫০টির বেশি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১০টি মামলায় এ পর্যন্ত তাঁর ৫৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল