নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধসহ ছয়জন আহত হয়েছেন। আজ রোববার দিবাগত রাতে উপজেলার কাশিপুর হোসাইনিনগর আসলামের বহুতল ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে ওই ফ্ল্যাটের দরজা, জানালা ও দেয়াল ভেঙে নিচে পড়ে যায়। বিস্ফোরণের তোড়ে ফ্ল্যাটের দুজন বাসিন্দা পাঁচতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। একই সঙ্গে আগুনে পুড়ে গেছে ঘরের সব আসবাব।
আহতরা হলেন হোসাইনিনগর এলাকার হোসিয়ারি কারখানা মালিক সবুজ খন্দকার (২৫), রানা মিয়া (৩০), বীথি আক্তার (১৮), তাঁর শিশুসন্তান রুবেল, আবুল কালাম (৬০) ও জাকির হোসেন।
স্থানীয় মুদিদোকানি নজরুল আজকের পত্রিকা বলেন, ‘রাতে পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ শোনা যায়। আমরা তাকিয়ে দেখি পাঁচতলার দেয়াল খসে পড়েছে। ভেতরে আগুন জ্বলছে। দৌড়ে ভেতর থেকে দগ্ধ ও আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাই। পরে আগুনে পোড়া চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম আজকের পত্রিকা জানান, ‘দগ্ধদের মধ্যে সবুজের শরীরের ৫৫ শতাংশ, বীথি আক্তারের ৩৫ শতাংশ, রানার ১২ শতাংশ ও রুবেলের দগ্ধসহ অন্যান্য ইনজুরি রয়েছে। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’