হোম > সারা দেশ > ঢাকা

পাওনা ৫০০ টাকা চাওয়ায় বন্ধুকে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

হাসপাতালে গৌতম বসুর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে পাওনা টাকার জন্য এক দোকান কর্মচারীকে তাঁর বন্ধু কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরানবাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।

নিহত গৌতম বসু (২৮) সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। তিনি পুরানবাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করতেন।

অভিযুক্ত তপন (৩০) ফলের দোকানের কর্মচারী। তিনি ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে তপন তাঁর বন্ধু গৌতমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। আজ সকালে টাকা ফেরত চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তপন। পরে বিকেলে দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করেন তপন। গুরুতর অবস্থায় গৌতমকে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌতমের বড় ভাই মঙ্গল বসু বলেন, ‘মাত্র ৫০০ টাকার জন্য আমার ভাইকে প্রাণ দিতে হবে বুঝতে পারিনি। আমি এ ঘটনায় জড়িত তপনের বিচার চাই। পাশাপাশি তপনকে যারা উসকানি দিয়েছে, তাদেরও বিচার চাই।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অখিল সরকার বলেন, ‘গৌতম নামে এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নিহতের গলায় ধারালো আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণেই এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত তপন। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।’

ভাঙ্গায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে পুলিশে দিল স্থানীয়রা

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দোকানে আগুন, নিহত ১

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে যুবকের লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

ছুটিতে স্কুলের মাঠে শতাধিক কলাগাছ

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টা, মায়ের সহকর্মী আটক