শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ফাহিম হোসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফাহিম হোসেন উপজেলার যোগীরসিট গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। সে স্থানীয় যোগীরসিট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পানিতে ডুবে শিশুর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত। তিনি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোমেনুল কাদের বলেন, আজ বেলা ১১টার দিকে ফাহিমসহ কয়েকজন শিশু বাড়ির অদূরে স্থানীয় বাসিন্দা কালা মিয়ার পুকুরে সাঁতার কাটতে যায়।
মোমেনুল কাদের বলেন, ‘ফাহিম পুকুরে লাফ দিয়ে পানির নিচ ডুবে গেলে আর উঠে আসেনি। অন্য শিশুরা বাড়িতে খবর দিলে স্বজন ও স্থানীয়রা পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে ফাহিমের লাশ উদ্ধার করে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।’