হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চলছে নেতা-কর্মীদের জন্য খিচুড়ি রান্না 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নেতা-কর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে যুবলীগ। ২ হাজার মানুষের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে।

আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের ওপর চলছে এই আয়োজন। 

রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি মো. শফিক বলেন, ‘যুবলীগের উদ্যোগে আজ ভোর থেকে খিচুড়ি রান্না শুরু হয়, এখনো রান্নাবান্না চলছে। দুই হাজার মানুষের জন্য এই খাবারের আয়োজন করা হচ্ছে।’ 

শফিক আরও বলেন বলেন, ‘সবজি খিচুড়ির সঙ্গে গরুর মাংস রান্না করা হচ্ছে।’

ঢাকার গোলাপবাগ মাঠে গণসমাবেশ করছে বিএনপি। তারা সহিংসতা করতে পারে আশঙ্কা করে শুক্রবার থেকে রাজধানীর পাড়া-মহল্লায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করা নেতা-কর্মীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে যুবলীগ।

এর আগে সকাল থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে একটি মিছিল নিয়ে গোলাপ শাহের মাজার হয়ে গুলিস্তান দিয়ে ঘুরে জিপিও হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াত নাকি ১০ ডিসেম্বর ঢাকা দখল করে নেবে, শেখ হাসিনার সরকারের পতন ঘটাবে। আমরা তাদের মোকাবিলায় রাজপথে সতর্ক অবস্থান করছি। যেখানে এই সন্ত্রাসীদের দেখা যাবে, সেখানেই প্রতিহত করা হবে।’

একইভাবে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগও। সংগঠনটির সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে মিছিল করে তারা।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ