Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে রুলসহ হাইকোর্টের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে রুলসহ হাইকোর্টের নির্দেশ 

নকল ডায়াবেটিস স্ট্রিপ (আকু চেক) ধ্বংস করতে ফার্মা সল্যুশনস বাংলাদেশ লিমিটেডকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও রিট আবেদনকারীপক্ষের (ক্যাব) প্রতিনিধির উপস্থিতিতে ওই স্ট্রিপগুলো ধ্বংস করতে বলা হয়েছে।

সেই সঙ্গে এসব নকল স্ট্রিপ ধ্বংস করে সাত দিনের মধ্যে আদালত প্রতিবেদন দিতেও বলা হয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) করা এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে নকল স্ট্রিপ সরবরাহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গত ৩ মার্চ আবেদন করে ক্যাব। এতে সাড়া না পেয়ে আইনি নোটিশ পাঠানো হয়। তাতেও ফল না পেয়ে ১৯ মে ক্যাবের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

গত ফেব্রুয়ারিতে নকল ডায়াবেটিস স্ট্রিপ–সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যাতে ফার্মা সল্যুশনস বাংলাদেশ লিমিটেডের বাজারজাত করা সব ডায়াবেটিস স্ট্রিপ (আকু চেক) ব্যাচ নম্বর–২৬০৭৬১৫৬ এবং সব ধরনের নকল স্ট্রিপ, ওষুধ, মেডিকেল যন্ত্রাংশ ক্রয়–বিক্রয়, প্রস্তুত, সরবরাহ ও মজুত করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ফার্মা সল্যুশনস বাংলাদেশ লিমিটেডের নকল স্ট্রিপ লাজ ফার্মার কাকরাইল শাখায় ধরা পড়ে। এসবের মোড়ক তৈরি করে প্রিন্ট ওয়ান নামের ছাপাখানা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে ধরা পড়ার পর নকল স্ট্রিপ সরবরাহ করার কথা ফার্মা সল্যুশনস স্বীকারও করেছে। তাই কতগুলো নকল স্ট্রিপ বিক্রির জন্য বিতরণ করা হয়েছে, কতটি মজুত আছে ও কতটি প্রত্যাহার করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে ফার্মা সল্যুশনসের কাছে।

তিনি আরও বলেন, নকল স্ট্রিপ বিক্রি বন্ধ ও প্রত্যাহার করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফার্মা সল্যুশনস বাংলাদেশ লিমিটেডের ড্রাগ লাইসেন্স কেন বাতিল করতে নির্দেশ দেওয়া হবে না, স্বাস্থ্যসচিব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে তার জবাব দিতে বলা হয়েছে।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক