হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সাইফুল ইসলাম (৪৪) নামের এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলা সফিপুর বাজার (আন্দরমানি) রোড এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় সাইফুল ইসলামের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা সাইফুলকে হাসপাতালে ভর্তি করে।

আহত সাইফুল ইসলাম উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা। তাঁর শফিপুর বাজারে বিকাশের ব্যবসা আছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ