হোম > সারা দেশ > ঢাকা

ভালোবাসা দিবসে পথচারীদের মধ্যে ট্রাফিক পুলিশের ফুল বিতরণ 

অভিষেক তরফদার অঞ্জন

আজ ১৪ ফেব্রুয়ারি। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে সারা দেশেই যেন ফুলের মেলা বসে। বাড়ে ফুলের কদর। সবাই নিজ নিজ প্রিয়জনকে উপহার দিতে প্রথম পছন্দ হিসেবে ফুলকেই বেছে নেন এই দিনে। 

আজকের দিনের এমন স্বাভাবিক ঘটনার পাশাপাশি ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলো রাজধানীবাসী। পথচারীদের ফুল ও চকলেট বিতরণ করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় ফুল ও চকলেট বিতরণ কর্মসূচি পালন করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। 

মূলত যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয়েছে, তাদের হাতেই ফুল ও চকলেট তুলে দিয়েছেন তাঁরা। মানুষকে ফুটওভার ব্রিজ ব্যবহার ও নিরাপদে রাস্তা পারাপারে উৎসাহিত করতেই ট্রাফিক পুলিশের তরফ থেকে এই আয়োজন করা হয়। 

রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর মো. সোহরাব আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, নিরাপদে রাস্তা পার হন—এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে এমন কর্মসূচির পরিকল্পনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।’ 

সোহরাব আহমেদ আরও বলেন, ‘ঢাকায় বেশির ভাগ দুর্ঘটনা ঘটে রাস্তা পারাপারকে কেন্দ্র করে। পাশাপাশি রামপুরা ব্রিজের মতো এত ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। তাদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেই প্রাপ্তবয়স্কদের ফুল ও শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়েছে।’ 

তবে কেবল রামপুর নয়, রাজধানীর মালিবাগের আবুল হোটেল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের এই ফুল ও চকলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন