নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফের কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এই তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে ইমন হোসেন গাজী নামে এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় তিনজনকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানা-পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. মাহাবুল ইসলাম প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২ নভেম্বর এই মামলায় প্রত্যেককে ৭দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ওইদিন কারাগার থেকে তিনজনকে আদালতে হাজির করা হয়। ওইদিন যাত্রাবাড়ী এলাকায় ইমন হোসেন গাজী নামে একজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৭ দিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী।
এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে, গত ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে ও গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় পলককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর এই তিনজনকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একের পর এক মামলায় রিমান্ডে দেওয়া হয়।