Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের গজারি বনের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৯ টায় অজ্ঞাত ওই যুবকের (২৮) মরদেহ পাওয়া যায় বলে জানায় পুলিশ।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, পার্কের দক্ষিণ-পূর্ব দিকে ৪নং গেটে ইন্দ্রপুরের শেষ সীমান্তে পার্কের সীমানা প্রাচীরের ভেতরে ওই যুবকের লাশ পড়ে থাকাতে দেখে স্থানীয় এক গ্রাম পুলিশ। 

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গলায় প্যান্টের বেল্ট ও হলুদ রংয়ের জামা বাঁধা ছিল ও মুখ স্কচটেপে আটকানো ছিল। তার পরনে সাদা শার্ট, ছাই রংয়ের প্যান্ট, কালো চামড়র জুতা ছিল। লাশ উদ্ধারের সময় তার নাক দিয়ে তাজা রক্ত ক্ষরণের আলামত রয়েছে।

ধারণা করা হচ্ছে সোমবার রাতে দূর্বৃত্তরা ওই যুবককে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার লাশটি পার্কের সীমানা প্রাচীরের উপর দিয়ে ভেতরে ফেলে দেয়া হয়েছে।

শ্রীপুর থানার এসআই মো. আমজাদ শেখ জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে লাশটি উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রকল্প শেষ না হতেই পাইপ বদল, খরচ ১৫০ কোটি

মা-ছেলে নিখোঁজ, অপরিচিত ব্যক্তি ফোনে বললেন, ‘তাঁরা ভালো আছেন’

নারায়ণগঞ্জে আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি

উত্তরায় ২০ রাউন্ড গুলি উদ্ধার

‘আঁচড় দিলে আর সাড়া দেয় না’, ধর্ষণের শিকার শিশুটির মা

ঢাকায় ২৪ ঘণ্টায় ১৯৭ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিএনপির নেতা-কর্মী পরিচয়ে চাঁদাবাজি, হকারদের মানববন্ধন

মোহাম্মদপুরে নানকের সহযোগীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্থানীয়রা

ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়া আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

জাবি কর্মচারীর ভাইকে পুলিশে দিল প্রশাসন