হোম > সারা দেশ > ঢাকা

সাবেক অতিরিক্ত সচিব ও তাঁর ছেলে গ্রেপ্তার, বাড়িতে মিলল কোটি টাকা

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

সাবেক অতিরিক্ত সচিবের বাড়িতে মিলল কোটি টাকা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়ি থেকে তাদের রোববার (৩ নভেম্বর) দিবাগত গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্প ও উত্তরা পশ্চিম থানা–পুলিশ অংশ নেয়।

গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে নগদ ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়।

দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় আমরা তল্লাশি চালিয়েছিল। এখান থেকে কোটির বেশি টাকা, আইফোন ও বিভিন্ন ব্রান্ডের দামি ঘড়ি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম ও এসআই আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ৩৩ নম্বর বাড়িটির চার, পাঁচ ও ছয় তলায় তল্লাশি চালিয়ে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ১০ লাখ টাকা সমমানের বিভিন্ন বৈদেশিক মুদ্রা,৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।

উল্লেখ্য, সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাড়ি গাজীপুর সদরে। তিনি ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন