Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সকালে ভোটার উপস্থিতি কম টঙ্গীর কেন্দ্রগুলোতে 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সকালে ভোটার উপস্থিতি কম টঙ্গীর কেন্দ্রগুলোতে 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে গাজীপুর-২ আসনের (গাজীপুর সদর-টঙ্গী) টঙ্গীর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়েছে কম। 

রোববার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয়, রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও মজিদা সরকারি উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল আজ সকাল ১০টায় টঙ্গীর নোয়াগাঁও এলাকার নিজ বাসভবনের সামনের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন বলে জানা গেছে। সেখানেও ভোটারদের উপস্থিতি কম। দু-একটি বুথে দুই-চারজন ভোটার ভোট দিতে এসেছেন। 

টঙ্গীর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন বলেন, ‘শীতের সকাল হওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম। আমার কেন্দ্রে সব প্রার্থীর পোলিং এজেন্ট নেই। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’ 

উল্লেখ্য, গাজীপুর-২ আসনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয় পার্টির জয়নাল আবেদিনসহ আরও চারজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। 
এ ছাড়া তরিকত ফেডারেশনের প্রার্থী ফুলের মালা প্রতীকের ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

আসনটিতে মোট ভোটার ৭ লাখ ৭৯ হাজার ৭২৬ জন।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই: ঢাবি অধ্যাপক

নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপার দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্রীপুরে ২ শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

মাদারীপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতিতে মিছিল সমাবেশ