হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে বড় ভাইকে কুপিয়ে হত্যা করল যুবক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মো. হাসান মিয়াকে (৪২) তাঁর ছোট ভাই হারুন মিয়া (৩৫) কুপিয়ে হত্যা করেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী হারুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর ধরে কুয়েতে থাকেন। এই সুযোগে ছোট ভাই হারুনের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রীর পরকীয়া চলছিল। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে বড় ভাই খবর পেয়ে ছুটিতে দেশে আসেন। বিষয়টি নিয়ে আজ একটি সালিস বসার কথা ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো ছুরি দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।

বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেন বলেন, ‘হারুনের সঙ্গে তার ভাবির পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়িতে বিভিন্ন সময় একাধিক বিচার সালিস হয়েছে। হাসান প্রায় ১১ বছর পর চার দিন আগে কুয়েত থেকে দেশে এসেছে। আজ সকাল ১১টায় প্রকাশ্যে বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভাবির সঙ্গে দেবরের প্রেমের বিষয়ে কথা শুনছি। একটু পর বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন