প্রলোভন দেখিয়ে ইতালিসহ বিভিন্ন দেশে মানব পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে মাদারীপুরের ডাসার উপজেলা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কোমলপুর গ্রামের বাসিন্দা ফরহাদ মাতুব্বর (৫০) ও একই গ্রামের শুভ মাতুব্বর (৩৮)। তাঁদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে ডাসার থানায় মামলা রয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের মানব পাচার করে আসছেন ফরহাদ মাতুব্বর ও তাঁর সহযোগী শুভ মাতুব্বর। তাঁরা বেশ কয়েকজন মিলে লিবিয়া দিয়ে ইউরোপের ইতালিসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছেন। ডাসার উপজেলার কোমলাপুর, বালিগ্রাম, কাজীবাকাইসহ বিভিন্ন এলাকার মানুষজনকে বিদেশ নেওয়ার কথা বলে চক্রটি বিপুল অর্থ হাতিয়ে নেয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ফরহাদ ও শুভর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে থানায় মামলা রয়েছে। তাঁদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।