Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

যৌন নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ১ 

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

যৌন নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় স্কুলছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ১ 

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক স্কুলছাত্রীকে (১৪) স্কুল প্রাঙ্গণ থেকে ধরে নিয়ে যৌন নির্যাতন এবং ভিডিও চিত্র ধারণ করেন কয়েকজন যুবক। পরে লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করে ওই স্কুলছাত্রী। এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। 

আজ রোববার সকালে মো. রফিকুল ইসলাম ইমন (২০) নামের এক আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর তাঁকে কটিয়াদী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতে পাঠায়। কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত ইমন উপজেলার নন্দীপুর গ্রামের বকুল মিয়ার ছেলে। এ মামলার অন্য আসামিরা হলেন, বনগ্রাম গ্রামের মলাই মিয়ার ছেলে আকাশ মিয়া (২৫), ছিদ্দু মিয়ার ছেলে আরমান মিয়া (১৯)। 

কটিয়াদী মডেল থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, নিহত ওই ছাত্রী অষ্টম শ্রেণি পাস করেছে। নবম শ্রেণিতে ভর্তির ফরম আনতে গত ২৫ ডিসেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে স্কুলে যায় সে। এ সময় স্কুল প্রাঙ্গণ থেকে তাকে ধরে নিয়ে যায় আকাশ মিয়া, আরমান মিয়া ও ইমন মিয়া। তারা ওই স্কুলছাত্রীকে স্কুলের সীমানা প্রাচীরের আড়ালে নিয়ে যায়। সেখানে একে একে তিনজন তাকে যৌন নির্যাতন করে এবং নির্যাতনের সময় মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে। এ ঘটনার পর স্কুলের শিক্ষক, স্থানীয় চেয়ারম্যান, বাজারের লোকজন এবং এলাকাবাসীর কাছে এ ঘটনা জানিয়ে বিচার চায় সে। এরপর এমন পরিস্থিতিতে মোবাইল ফোনে মায়ের কাছে যৌন নির্যাতন ও ভিডিও চিত্র ধারণের কথা জানায় সে। পরে তার মা তাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যান। পরে দুপুর ২টার দিকে আত্মহত্যার করে ওই স্কুলছাত্রী। 

এরপর ২৬ ডিসেম্বর (রোববার) ওই এলাকায় ইউপি নির্বাচন থাকায় ঘটনাটি কেউ জানতে পারেনি। নির্বাচনের পর ২৭ ডিসেম্বর (সোমবার) এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এলাকাবাসী ওই স্কুলছাত্রী হত্যার বিচার ও যৌন নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। 

ওসি এস এম শাহাদাত বলেন, ‘র‍্যাব মামলার তিন নম্বর আসামি ইমনকে আটক করে আমাদের হাতে হস্তান্তর করে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ ঘটনার বিষয়ে অধিকতর তদন্তের জন্য ইমনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’ 

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি