হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় মহাসড়কে যৌথবাহিনীর অভিযান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় লেগুনা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাকে লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।

উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার এলাকায় আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী সদস্য ও পুলিশের সদস্যরা অংশ নেন। 

অভিযানে অংশ নেওয়া সেনা ও পুলিশ সদস্যরা আজকের পত্রিকাকে বলেন, ‘আইন অমান্য করে মহাসড়কে চলাচলের কারণে ১০টি লেগুনা, ৫টি মোটরসাইকেল ও ১টি সিএনজি চালিত অটোরিকশাকে আটক করে ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে একটি লেগুনা ডাম্পিং এবং অসংখ্য ব্যাটারিচালিত অটোরিকশার তার কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।’

এ সময় উত্তরার সাধারণ জনগণ যৌথ অভিযানকে স্বাগত জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে কাগজপত্র ছাড়া হরহামেশাই বিভিন্ন পরিচয়ে যানবাহন চলাচল করছে। আর এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল অটোরিকশা। তারা কোনো কিছুই মানে না। যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ট্রাফিকরাও তাদেরকে বিভিন্ন কারণে নিয়ন্ত্রণ করতে পারছে না।’

অভিযান বিষয়ে ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের উত্তরা পূর্ব জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাসড়কে যে ধরনের নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, সেগুলো স্বাভাবিক করতে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। যেসব যানবাহন ও চালক মহাসড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের অভিযানটি অব্যাহত থাকবে।’

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ