উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় লেগুনা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাকে লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।
উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার এলাকায় আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী সদস্য ও পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে অংশ নেওয়া সেনা ও পুলিশ সদস্যরা আজকের পত্রিকাকে বলেন, ‘আইন অমান্য করে মহাসড়কে চলাচলের কারণে ১০টি লেগুনা, ৫টি মোটরসাইকেল ও ১টি সিএনজি চালিত অটোরিকশাকে আটক করে ১ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে একটি লেগুনা ডাম্পিং এবং অসংখ্য ব্যাটারিচালিত অটোরিকশার তার কেটে বিচ্ছিন্ন করা হয়েছে।’
এ সময় উত্তরার সাধারণ জনগণ যৌথ অভিযানকে স্বাগত জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে কাগজপত্র ছাড়া হরহামেশাই বিভিন্ন পরিচয়ে যানবাহন চলাচল করছে। আর এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল অটোরিকশা। তারা কোনো কিছুই মানে না। যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ট্রাফিকরাও তাদেরকে বিভিন্ন কারণে নিয়ন্ত্রণ করতে পারছে না।’