হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ৮০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৮০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবর আলী সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসিন্দা।

মামলার এজাহারে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ি থেকে বের হয়ে সবর আলীর বাড়ির পাশ দিয়ে একটি দোকানে যাচ্ছিল। এ সময় শিশুটিকে ডাক দিয়ে ওই বৃদ্ধ তাঁর মুরগিগুলো খাঁচায় ভরে যেতে বলেন। মুরগিগুলো খাঁচায় দিয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে শিশুটিকে জাপটে মুখ চেপে ধরে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে শিশুটির পরনের পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে তাঁর মা ও স্থানীয়রা বৃদ্ধের ঘর থেকে তাকে উদ্ধার করে।

শিশুটির বাবা বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় আমার স্ত্রী পিঠা বানাচ্ছিল। আমার মেয়েটা খাবার কিনতে যাওয়ার সময় সবর আলী এ ঘটনা ঘটায়। আমি এ ঘটনার বিচার চাই।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় আজ সকালে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, জোর করে গর্ভপাতের অভিযোগ