Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আলটিমেটাম, মহাখালী অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আলটিমেটাম, মহাখালী অবরোধের ঘোষণা
ফাইল ছবি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তা না হলে আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে মহাখালীর সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাতে সভা করে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

জানতে চাইলে আন্দোলনকারীদের প্ল্যাটফর্মের সংগঠক গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছি সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করতে। এ সময়ের মধ্যে ভিসি-প্রোভিসি নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো গঠন করা না হলে ৩০ জানুয়ারি বারাসাত টু মহাখালী ব্যারিকেড বা মহাখালীতে সড়কও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করব।’

শিক্ষার্থী আমিনুল ইসলাম আরও বলেন, তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন তিতুমীর কর্মসূচি পালন চলবে।

কয়েক মাস ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন, অবস্থান কর্মসূচিসহ নানা ধরনের ক্ষোভ-বিক্ষোভ দেখানোর পর গত ৭ জানুয়ারি সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩ ডিসেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত ১৯ নভেম্বর সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘ক্লোজ ডাউন তিতুমীর’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে গত ১৮ নভেম্বর বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে অবরোধ করেছিলেন। পরে বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।

স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় স্ত্রীর মামলা, পুলিশ হেফাজতে নিরাপত্তাকর্মী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে: সাকি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আওয়ামী লীগকে কেউ তাড়ায়নি, তারা পালিয়েছে: শফিকুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

আ.লীগ নেতা আমির হোসেন আমুসহ নতুন মামলায় গ্রেপ্তার ৮

ঢাকায় যেসব এলাকায় মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

সালমান এফ রহমান ও তাঁর পরিবার-সহযোগীদের ৩৫৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক মেয়র আতিক, নাসার নজরুলসহ ৮ জন ফের রিমান্ডে