অনলাইন ডেস্ক
রাজধানীর পৃথক পৃথক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামসহ আটজনের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন পৃথক নির্দেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলেন সাবেক এডিসি শাহেন শাহ, ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা ও সহসভাপতি তাজুল ইসলাম তাজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানাধীন সোহাগ মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর মিরপুর মডেল থানার আসিফ হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর তেজগাঁও থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল হত্যাচেষ্টা মামলায় শামীমা আক্তারের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কাফরুল থানার পৃথক দুই হত্যা মামলায় জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজুর মোট আট দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই মামলায় দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভাটারা থানার হত্যা মামলায় আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমানের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
রাজধানীর পৃথক পৃথক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামসহ আটজনের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন পৃথক নির্দেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলেন সাবেক এডিসি শাহেন শাহ, ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা ও সহসভাপতি তাজুল ইসলাম তাজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানাধীন সোহাগ মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর মিরপুর মডেল থানার আসিফ হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর তেজগাঁও থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল হত্যাচেষ্টা মামলায় শামীমা আক্তারের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কাফরুল থানার পৃথক দুই হত্যা মামলায় জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজুর মোট আট দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই মামলায় দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভাটারা থানার হত্যা মামলায় আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমানের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৯ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৯ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৯ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৯ ঘণ্টা আগে