রাজধানীর ব্যাংক পাড়ায় বিভিন্ন ব্যাংকের আশপাশে দাঁড়িয়ে ব্যাংকে থেকে নগদ টাকা উত্তোলনকারীদের টার্গেট করে ভুয়া ডিবি পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে ডাকাতি করা একটি চক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।
আজ বুধবার রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার হারুন অর রশিদ এসব কথা বলেন।
ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার বলেন, অনেক সময় টার্গেট করা ব্যক্তিদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে পৌঁছালে তাদের সঙ্গে থাকা ডিবির জ্যাকেট পরে ব্যক্তির গতিরোধ করে গাড়িতে তুলে নেই। এরপরে তাদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল-ফোনসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-আবদুল্লাহ আল মামুন, ইমদাদুল শরীফ, খোকন, মাসুম রহমান তুহিন, মানুন শিকদার, কমল হোসেন, ওয়াহিদুল ইসলাম, ফারুক বেপারি ও মতিউর রহমান।
এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস,দুটি ডিবির জ্যাকেট, হ্যান্ডকাফ এক সেট, একটি ডামি পিস্তল, একটি ওয়াকিটকি ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যুগ্ম-পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, চক্রটির কাছে সব সময় পুলিশ, র্যাবসহ প্রশাসনের বিভিন্ন ইউনিটের পোশাক ও জিনিসপত্র থাকে।
ডিবির যুগ্ম-কমিশনার বলেন, আপনাদের সঙ্গে মূল্যবান জিনিসপত্র থাকলে প্রশাসনের লোকজন পরিচয় দিলেই তাদের গাড়িতে উঠে যাবেন না। ডাকাডাকি করে মানুষজন জমায়েত করে প্রশাসন নিশ্চিত হয়ে গাড়িতে উঠবেন। এ ছাড়া এ ধরনের সমস্যার সম্মুখীন হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে বা স্থানীয় থানার সহায়তা নিন।